সদ্যই পায়েল সরকার মৈনাক ভৌমিক পরিচালিত একটি সিনেমার শুটিং শেষ করেছেন এবং চলতি মাসে দেবারতি ভৌমিকের নতুন ছবির শুটিং শুরু করবেন।
গতকাল ছিল পায়েলের জন্মদিন, কিন্তু পেশাগত কাজ নিয়ে কোনো চিন্তা করতে চাননি তিনি। এই বিশেষ দিনটি সাধারণত তিনি তার পরিবারের এবং বন্ধুদের সঙ্গে কাটাতে পছন্দ করেন, তাই এদিন শুটিংয়ের কোনো পরিকল্পনা ছিল না। অভিনেত্রী জানান, "জন্মদিনের দিনটা সব সময় পরিবারের সঙ্গেই কাটাতে ভালোবাসি, তবে কাজ থাকলে তা অবশ্যই করতে হয়।"
বিভিন্ন মানুষের জন্য জন্মদিনে কিছু প্রতিজ্ঞা বা রেজুলিউশন রাখার রীতি থাকে, কিন্তু পায়েল এমন কিছুতে বিশ্বাস করেন না। তিনি বলেন, "জন্মদিনটা আনন্দে কাটানোর দিন, এবং আমি কখনো ভবিষ্যৎ নিয়ে কোনো প্রতিজ্ঞা করি না। জন্মদিনের রেজুলিউশন নিয়ে কোনো চিন্তা থাকে না।"